প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ২২:১৭
সাবেক এমপি লায়ন হারুন রশিদের দিনব্যাপী গণসংযোগ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দিনভর বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গণসংযোগ এবং প্রয়াত বিএনপি দলীয় নেতা-কর্মীদের কবর জিয়ারত করেছেন। গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া, রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজার, রুস্তমপুর বাজার, রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া, বর্ডার বাজার, সাহেবগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে জনগণের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন স্তরের লোকজনের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাতে নিরাপদ। কারণ বিএনপি প্রকৃতই জনগণের দল। তাই স্বৈরাচারমুক্ত বাংলাদেশের পরিপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ৩১ দফাই মূল। গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটোয়ারী, জেলা যুবদলের সদস্য সোহেল খান, বিএনপি নেতা মশিউর রহমান রিপন, ছাত্রদল নেতা মনির হোসেন, তারেক রহমানসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।