মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২১:১৭

হাজীগঞ্জে শহীদ আজাদ সরকার স্মৃতিফলক উন্মোচন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে শহীদ আজাদ সরকার স্মৃতিফলক উন্মোচন

হাজীগঞ্জে 'শহীদ আজাদ সরকার' স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট ২০২৫) সকালে টোরাগড় এলাকায় এ স্মৃতিফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জাহেদ হোসেন। এ সময় দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন কাজী বাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্বাস আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, শহীদ আজাদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই মঞ্চের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসী।

অনুষ্ঠানে ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, শহীদ আজাদের মতো প্রতিবাদী মানুষদের স্মৃতি জাতির চেতনায় বাঁচিয়ে রাখা উচিত। তিনি শুধু একজন ব্যক্তি ছিলেন না, ছিলেন একটি আদর্শের প্রতীক। শহীদের পুত্র আহমেদ কবির হিমেল সরকারসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের এইদিনে (৪ আগস্ট ২০২৫) বিকেলে নিজ বসতবাড়ির সামনে পৌরসভাধীন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে আহত করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মারা যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়