রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৪:৪৬

শাকিল পাটোয়ারীর কবর জিয়ারতে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের চাঁদপুরে আগমন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
শাকিল পাটোয়ারীর  কবর জিয়ারতে শহীদ জিয়া স্মৃতি সংসদ  কেন্দ্রীয় নেতৃবৃন্দের চাঁদপুরে আগমন

শহীদ জিয়া স্মৃতি সংসদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক শাকিল পাটওয়ারীর মৃত্যুতে কবর জিয়ারত করতে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁদপুরে এসেছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও চাঁদপুর জেলা নেতৃবৃন্দসহ সদ্য প্রয়াত শাকিল পাটোয়ারীর নিজ বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকায় যান।

এ সময় নেতৃবৃন্দ মরহুম শাকিল পাটোয়ারীর কবর জিয়ারত করেন এবং রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন। পরে প্রয়াত নেতা শাকিল পাটোয়ারীর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন

শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি রেজাউল কবির দীপু, সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন সম্রাট, সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি আলম খান, শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মনির হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, নুরুল ইসলাম ফরাজী, সহ- আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সরকার মো. আতাউর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক নুরে আলম খান, কেন্দ্রীয় নেতা মো. শরীফ খান,

সংগঠনের চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব মাসুদ পালোয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল,

সদস্য মাসুদ মাল, জসিম মাল প্রমুখ।

এর আগে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁদপুরের মুন্সীরহাট বাজারে আসলে স্থানীয় নেতৃবৃন্দ তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পরে মুন্সীরহাট বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন। এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাবুরহাট বাজারে এসে পৌঁছলে শহীদ জিয়া স্মৃতি সংসদের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মনির তালুকদারের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানান এবং স্থানীয় বাবুরহাট বাজারে পথসভা করেন। পথসভা করে ফরিদগঞ্জের উদ্দেশ্যে রওনা করেন।

উল্লেখ্য, শহীদ জিয়া স্মৃতি সংসদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক শাকিল পাটোয়ারী গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়