প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৫:১৯
শ্রীনগরে গণঅভ্যুত্থান দিবস উদযাপন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৭ জুলাই ২০২৫, যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে বাঘরা স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
|আরো খবর
কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে শুরু হয় গ্রাফিক্স আঁকা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকেল চারটায় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী খান সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন বাঘরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকী, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুল হক ভুট্টো এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা ইয়ার আলী, যিনি স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম, তপন কুমার দাস, মোঃ কামরুজ্জামান, এ কে এম সুরহাব হোসেন, হালিমা খানম, মোঃ আশরাফুল ইসলাম, তুষার কান্তি চক্রবর্তী, সাধন দাস, মোহাম্মদ শাহিন ও সাইফুল মোল্লা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভার শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতি মোহাম্মদ আলী খান সাগর তার বক্তব্যে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার আহ্বান জানান। তিনি বলেন, “আগামী প্রাক-নির্বাচনী ও এসএসসি ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে সকল বিষয়ে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এক বিষয়ে ফেল করলে মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।”
তিনি শিক্ষার্থীদের এই মুহূর্ত থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করার নির্দেশনা দেন।
সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকী তার বক্তব্যে বলেন, “ভালো ফলাফলের জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। সন্তানরা প্রতিদিন বিদ্যালয়ে যাচ্ছে কিনা, প্রতিদিনের পড়াশোনা করছে কিনা—এগুলো নিয়মিত খেয়াল রাখা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “সন্তানদের মোবাইল ফোনে আসক্ত হওয়া থেকে বিরত রাখতে অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে।”
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।
ডিসিকে/এমজেডএইচ