প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২২:৪৯
কুমিল্লা রামনবমী উদযাপন পরিষদের আয়োজনে তীর্থ দর্শন ১৬ জানুয়ারি

রামনবমী উদযাপন পরিষদ কুমিল্লার উদ্যোগে তীর্থ দর্শন আয়োজন করা হয়েছে। আসছে ১৬ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ৬টায় কুমিল্লা ঈশ্বর পাঠশালা @ মহেশাঙ্গন হতে যাত্রা। এ তথ্য নিশ্চিত করেছেন আয়োজক কমিটির সদস্য কিশোর দাস।
|আরো খবর
দর্শনীয় স্থানগুলো হচ্ছে : চন্দ্রনাথ ধাম, কৈবল্যনাথ ধাম ও প্রবর্তক মন্দির। তীর্থ যাত্রীদের জন্যে রয়েছে চার বেলা নিরামিষ খাবারের সু-ব্যবস্থা। জনপ্রতি প্রণামী এগারশো টাকা।
যেতে ইচ্ছুক সনাতনী সকলকে নিম্ন লিখিত ঠিকানায় কিংবা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
টিকেট সংগ্রহের স্থান: অভয় ফুডস কর্ণার এবং মোবাইল নম্বর : ০১৮৪২-১০৩২১০ (কিশোর দাস), ০১৭৫৮-৯১২৯২৪ (দুলাল দাস), ০১৯৮৯-৫৭১৪৭৬ (রাকেশ ভৌমিক) ও ০১৮৩৬-৪৯৯৬৬৭ (সুজন চক্রবর্তী)।







