বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৯:২৭

বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সিঁদেল চুরি, এলাকায় আতঙ্ক

পলাশ দে
বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সিঁদেল চুরি, এলাকায় আতঙ্ক

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বালিয়া গ্রামে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে (২৩ ডিসেম্বর ২০২৫) এ চুরির ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, অর্থোপেডিক সার্জনের পরিবারের বসতঘরের মাটির পিঁড়া কেটে সিঁদেল চোরের দল ঘরে প্রবেশ করে চুরি করে পালিয়ে যায়।

পরদিন বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) ভোরে ঘুম থেকে উঠে দেখা যায়, বসতঘরের জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। পরে ঘরের দক্ষিণ পাশে কাটা পিঁড়া দেখতে পাওয়া যায়।

স্থানীয়দের ধারণা, চোরেরা পুরোনো কৌশলে মাটির পিঁড়া কেটে ঘরে ঢুকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

চুরির ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় কিছু বিপথগামী যুবক মাদকাসক্ত হয়ে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েছে। কিন্তু বিষয়টি দেখার যেন কেউ নেই।

শীত মৌসুমে গ্রামাঞ্চলের মানুষ সাধারণত সন্ধ্যার পর ঘরের ভেতরে অবস্থান করেন। এমন পরিস্থিতিতে সিঁদেল চুরির ঘটনায় এলাকায় নতুন করে চুরি-আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়