শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪

ফরিদগঞ্জে পাগলা কুকুর আতঙ্ক!

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে পাগলা কুকুর আতঙ্ক!

ফরিদগঞ্জে হঠাৎ করেই পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে। গত ক'দিনে কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এলাকায় পাগলা কুকুরের আতঙ্কে দিশেহারা সাধারণ মানুষ। পৌরসভা ব্যতীত উপজেলা পর্যায়ে সরকারি ভ্যাকসিনের ব্যবস্থা না থাকায় চিকিৎসা বঞ্চিত হচ্ছেন আক্রান্তরা।

এরই মধ্যে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) উত্তর কেরোয়া গ্রামের আব্দুর সাত্তার (৭৬), ফাহিম হোসেন (১০), মদনেরগাঁও গ্রামের জাকির হোসেন (৪০), সন্তোষপুর গ্রামের লোকমান হোসেন (১০), জামালপুর গ্রামের গৃহবধূ তানিয়া (২০)সহ গত প্রায় সপ্তাহখানেক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় ৫০ জনকে পাগলা কুকুরে কামড়িয়েছে।

আহতদের মধ্যে গত ৭ দিনে ২০ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

উত্তর কেরোয়া গ্রামের আব্দুর সাত্তার বলেন, কুকুরে কামড়ানোর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। প্রাথমিকভাবে আক্রান্ত স্থান পরিষ্কার করে ভ্যাকসিনের জন্যে আমাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুর গ্রামের গৃহবধূ তানিয়া বলেন, বাচ্চাকে স্কুলে দিয়ে আসার পথে পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছি। হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক বলেছেন বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিতে। সরকারিভাবে নাকি ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেই। আমরা গরিব মানুষ। কার কাছে বিচার দেব?

এদিকে পৌর এলাকার বাসিন্দারা জানান, গত ক'দিন যাবত পাগলা কুকুরের কামড়ের ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেক মানুষ কুকুরের কামড়ে আহত হয়েছেন। আহতদের নিয়ে মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল জানান, গত প্রায় সপ্তাহখানেক যাবত উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে আসছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিনের জন্যে তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। উপজেলা পর্যায়ে সরকারিভাবে ভ্যাকসিনের ব্যবস্থা না থাকায় আমরা কুকুরের কামড়ে আক্রান্ত রোগীদের ভ্যাকসিন দিতে পারছি না।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া বলেন, ভ্যাকসিনের জন্যে অনেকেই আবেদন করেন, কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় আমরা চাহিদা অনুযায়ী দিতে পারছি না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়