বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি আরবে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি আরবে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সৌদিআরব পূর্বাঞ্চলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা দেলোয়ার হোসেন ফরাজীর সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারী।

স্বাগত বক্তব্য রাখেন প্রচার সম্পাদক আব্দুর রহিম। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের কল্যাণে কাজ করেছেন, দেশের স্বার্থ বিরোধী কোনো কাজে তিনি আপোষ করেন নি। তিনি হলেন মাদার অফ ডেমোক্রেসি। আজ দেশ ও প্রবাসে থাকা সকল ধর্ম, বর্ণ, সকল মতের মানুষ উনার রোগমুক্তি কামনায় দোয়া করছেন।

সবশেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়