প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৬
বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ পুরস্কার বিতরণী ও সাহিত্য আসর

‘‘ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বৃহত্তম সিলেটের একটা গ্রাম মুক্তাহার। ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলন, ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধ সহ ঐতিহাসিক সকল জাতীয় আন্দোলন সংগ্রামে এই গ্রামের কৃতী সন্তানেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এই গ্রামেই প্রতিষ্ঠিত ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’, যা আলো ছড়াচ্ছে। গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত যে সকল পাঠাগার বাংলাদেশের বই পড়া ও পাঠাগার আন্দোলনে জাতীয়ভাবে ভূমিকা রাখছে তাদের মধ্যে অন্যতম ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ বলে আমি মনে করি।’’
|আরো খবর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত ‘বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস-২০২৫’ উপলক্ষে গ্রন্থপাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী পাঠকদের পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক, লেখক, গবেষক ও সমাজকর্মী অ্যাডভোকেট আব্দুল মালিক এ কথাগুলো বলেন।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এর উদ্যোগে শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন ও সহ-সভাপতি সাগর দাশ জনির সঞ্চালনায় গ্রন্থাগারের সনাতন-দীননাথ পাঠকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন গ্রন্থাগারের পাঠকবৃন্দ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিরা মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদ, হবিগঞ্জ জেলার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, সিলেট কুসুমকলি সাহিত্য পরিষদের সভাপতি ছড়াকার তারেশ কান্তি তালুকদার, সিলেট কবিতাকুঞ্জের সভাপতি গল্পকার শহিদুল ইসলাম লিটন, জাতীয় কবিতা পরিষদ সিলেট জেলার সহ-সভাপতি গীতিকবি উত্তম কুমার চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট জেলার মহিলা বিষয়ক সম্পাদক কবি রোকসানা বেগম, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী কবি ফুয়াদ বিন রশিদ, শিক্ষক মধুসূদন ভট্টাচার্য, কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সহ-সভাপতি প্রভাশ চন্দ্র দাশ টিটু।
সনদপত্র বিতরণ, সংবর্ধনা অনুষ্ঠান ও সাহিত্য আসরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সহ-সভাপতি জনি, সহ-সাংগঠনিক সম্পাদক জয় দাশ, সদস্য সজীব দাশ, রাসেল মিয়া, সত্যব্রত দাশ, সৃষ্টি রাণী দাশ, ওলি রাণী দাশ, তীর্থ দাশ, স্বপন দাশ, দীপ দাশ, শাওন দাশ, গোপাল দাশ জিৎ, বিশাল দাশ, দীপ শেখর দাশ, গ্রন্থাগারের কর্মী রুদ্র কিশোর দাশ প্রান্ত প্রমুখ। আলোচনা পর্বের পরে গীতিকবি উত্তম কুমার চৌধুরী ও প্রভাশ চন্দ্র দাশ টিটু গান পরিবেশন করেন।

উল্লেখ্য যে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস-২০২৫-এ গ্রন্থাগারের ৯ জন পাঠক অংশগ্রহণ করেন।
ডিসিকে/এমজেডএইচ