শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৭:৪৭

শ্রীমতি রাধা রাণীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব ৩১ আগস্ট

শ্রীমতি রাধা রাণীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব ৩১ আগস্ট
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে

আসছে ৩১ আগস্ট ২০২৫ রোববার কুমিল্লা জগন্নাথপুরস্থিত শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লা ও নগরীর ঠাকুরপাড়াস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরের যৌথ আয়োজনে পালিত হবে শ্রীমতি রাধা রাণীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব।

এ উপলক্ষে ৩০ আগস্ট শনিবার কুমিল্লা জগন্নাথপুরস্থিত শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্তন শেষে শ্রী শ্রী রাধা ঠাকুররাণী অধিবাস কর্তন। পরদিন রবিবার (৩১ আগস্ট) একইস্থানে ভোর সাড়ে ৪টা হতে যথাক্রমে মঙ্গল আরতি ও দর্শন আরতি, কীর্তন মেলা ও শ্রী শ্রী রাধা ঠাকুররাণীর মহা অভিষেক শেষে ভোগ আরতি কীর্তন এবং শ্রী শ্রী রাধা রাণীর মহিমা আলোচনা এবং দুপুর ২টায় উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।

এতে আলোচনা করবেন কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরের প্রধান উপদেষ্টা শ্রীপাদ সদাশিব দাস ব্রহ্মচারী।

ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন জগন্নাথপুরস্থিত শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লা'র সভাপতি শ্রী সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়