প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২৩:০৮
শ্রী শ্রী কালিবাড়ি মন্দির এডহক কমিটির শোকসভা

চাঁদপুর শ্রী শ্রী কালিবাড়ি মন্দির পরিচালনার এডহক কমিটির আয়োজনে অর্জুন সাহার অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) মঙ্গলবার রাত সাড় ৯ টায় শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এডহক কমিটির সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোপাল সাহার পরিচালনায় শোক সভাটি অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সভায় বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য কল্পনা সরকার, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরূপ কুমার শ্যাম, কালীবাড়ি মন্দির কমিটির সদস্য রতন কুমার মিত্র, বিধান মজুমদার টিটু, অজয় মজুমদার, তমাল ভৌমিক, হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি রতন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত রায় চৌধুরী, হিন্দু কল্যাণ ফাউন্ডেশন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিল্পব দাস কুট্টি, প্রীতম কুমার রায়, নারায়ণ চন্দ মজুমদারসহ আরো অনেকে। অর্জুন সাহার আত্মার শান্তি কামনায় প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত কমল চক্রবর্তী।