রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:০৪

ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর পৌরসভার ব্যতিক্রম প্রচারণা

অনলাইন ডেস্ক
ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর পৌরসভার ব্যতিক্রম প্রচারণা

আমাদের দেশে সরকারি যে কোনো প্রচারণার গতানুগতিক কিছু প্রক্রিয়া রয়েছে। যেমন-টেলিভিশন ও সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ, মাইকিং, জনাকীর্ণ স্থানে ও ঘরে ঘরে লিফলেট, হ্যান্ডবিল বিতরণ ইত্যাদি। এর বাইরে ব্যাপক প্রচারের যে ক্ষেত্রগুলো বর্তমান সময়ে বেশি কার্যকর, সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যান্ডবিল, লিফলেট দিয়ে দেয়া, জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে হ্যান্ডবিল/ লিফলেট মুসল্লিদের হাতে হাতে দেয়া। হ্যান্ডবিলের বিবরণ তুলে ধরা।

চাঁদপুর পৌরসভার প্রশাসক গত শুক্রবার জুমার নামাজের পর চাঁদপুর শহরের মসজিদে মসজিদে চার রঙে ছাপা সুদৃশ্য হ্যান্ডবিল বিতরণের ব্যবস্থা করেছেন। যার ১ম পৃষ্ঠার শিরোনাম ‘ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন, সুস্থ থাকুন’, আর দ্বিতীয় পৃষ্ঠার শিরোনাম ‘ডেঙ্গু আক্রান্ত হলে করণীয়’।

হ্যান্ডবিলের প্রথম পৃষ্ঠায় লিখা হয়েছে-ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে আমাদের পরিবারকে নিরাপদ রাখতে নিজেদের আশপাশ পরিষ্কার রাখি, এডিস মশার বংশবিস্তার রোধ করি। বেইজমেন্ট পানির ট্যাংক, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটকা, ফুলের টব ইত্যাদি এক স্থানে একনাগাড়ে তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। বাড়ির ছাদে, উঠানে এবং দুই দালানের মাঝে স্যাঁতস্যাঁতে করে রাখবেন না কিংবা পানি জমতে দিবেন না। বাড়ির আশপাশের ঝোঁপঝাড় এবং আঙ্গিনা পরিষ্কার রাখুন। ঘুমানোর সময় দিনে কিংবা রাতে মশারি ব্যবহার করুন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্ক নয়, মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করুন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত থাকুন।

দ্বিতীয় পৃষ্ঠায় লিখা হয়েছে ‘কখন হাসপাতালে ভর্তি হবেন এবং কখন কিভাবে বাড়িতে চিকিৎসা নিবেন’ বিষয়ে নাতিদীর্ঘ বিবরণ। ডেঙ্গু প্রতিকারে করণীয় বিষয়ে লিখা হয়েছে-তীব্র জ্বর, মাথাব্যথা ও মাংসপেশীতে ব্যথা, শরীরে লালচে দানা ইত্যাদি ডেঙ্গু রোগের লক্ষণ হলেও সাম্প্রতিক কালে এর ব্যতিক্রম পাওয়া যাচ্ছে। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি বেশি তরল খাবার খাওয়ান। জ্বর হলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ও ডেঙ্গু জ্বরের পরীক্ষা করুন। জ্বর ভালো হওয়ার পরও ডেঙ্গুজনিত মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। তাই সতর্ক থাকুন ও হাসপাতালে চিকিৎসা গ্রহণ করুন।

আমাদের আজকের সম্পাদকীয় নিবন্ধের উদ্দেশ্য নয়। প্রসঙ্গক্রমে তুলে ধরতে হলো। মসজিদে মসজিদে হ্যান্ডবিল বিতরণটা অবশ্যই অনেক কার্যকর বলে আমরা মনে করি। তবে ইমাম/খতিব সাহেব যদি জুমার খুতবার সময় একটু বলে দিতেন, ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়েছে, আজ হ্যান্ডবিল বিতরণ করা হবে। একটু পড়ে সচেতন হবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কিন্তু সেটা ইমাম/খতিব সাহেবগণ সাধারণত করেন না।

এবার করোনা প্রকোপ বাড়বে বলে সতর্ক করা হয়েছিলো। সেজন্যে মাস্ক পরতে ও করোনা টেস্ট করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে করোনার প্রকোপ কমেছে। তবে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। চাঁদপুরে লিভার সিরোসিসে আক্রান্ত এক স্কুল শিক্ষিকা ডেঙ্গুতে আক্রান্ত হবার বিষয়টি বুঝতে না পারায় চরম মূল্য দিতে হয়েছে। অবশেষে রাজধানীতে নিয়ে চিকিৎসার চেষ্টা করলেও তাতে অনেক দেরি হয়ে যায়। সেজন্যে আইসিইউতে রেখেও তাকে আর বাঁচানো যায় নি। কাজেই চাঁদপুর পৌর ও তৎসংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক প্রচার ও করণীয় সম্পর্কে সচেতন করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। কেবল হ্যান্ডবিল বিতরণ ও মাইকিং করেই পৌরসভাকে ক্ষান্ত হলে চলবে না। জমে থাকা পানি অপসারণ, বাসাবাড়ির আশপাশের ঝোপঝাড় ও আঙ্গিনা পরিষ্কারে তথা মশার উৎপত্তিস্থল ধ্বংসে পৌরসভার সংশ্লিষ্ট বিভাগকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে এবং নাগরিকদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়