শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৪৬

চাঁদাবাজি রুখলে হবে না, চাঁদাবাজ ধরতে হবে

অনলাইন ডেস্ক
চাঁদাবাজি রুখলে হবে না, চাঁদাবাজ ধরতে হবে

গতকাল চাঁদপুর কণ্ঠে ‘লাইটার জাহাজে চাঁদাবাজি রুখে দিলো কোস্টগার্ড’ শিরোনামের সংবাদটিতে লিখা হয়েছে, কোস্টগার্ডের নিরাপত্তা ব্যবস্থায় চাঁদপুরে একটি লাইটার জাহাজে চাঁদাবাজি রুখে দেওয়া হয়েছে। চাঁদাবাজি দমন ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলরত জাহাজের নিরাপত্তায় কোস্ট গার্ড কাজ করছে বলে বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান। তিনি বলেন, গত ৬ আগস্ট ২০২৫ তারিখ বুধবার রাত ৮ টায় চট্টগ্রাম হতে ঢাকাগামী এমভি সাবিনাতুল মদিনা-২ নামক লাইটার জাহাজ চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় নোঙ্গর করলে ৭ সদস্যের একটি চাঁদাবাজ দল লাইটার জাহাজে আগমন করে এবং চাঁদা দাবি করে। উক্ত বিষয়টি জাহাজের মাস্টার কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর-১৬১১১-এ কল করে অবগত করে কোস্ট গার্ডের সহযোগিতা কামনা করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি আভিযানিক দল অতি দ্রুত হাই স্পিড বোট যোগে জাহাজে পৌঁছায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ দল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে কোস্টগার্ডের সদস্যরা জাহাজের ক্রুদের সাথে কথা বলে তাদের মনোবল বৃদ্ধি করেন এবং টহলের মাধ্যমে উক্ত পথে চলাচলরত জাহাজ সমূহের নিরাপত্তা প্রদান করেন। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, চাঁদাবাজরা পালিয়ে গেলেও তাদেরকে শনাক্ত করা কঠিন কাজ নয়। প্রযুক্তির উৎকর্ষতার যুগে চাঁদাবাজদের কারা কারা লাইটার জাহাজটিতে গিয়েছিলো, সেখানে নির্দিষ্ট সময়ে কোন্ কোন্ মোবাইল সিম সক্রিয় ছিলো, সেটি শনাক্তকরণের মাধ্যমে চাঁদাবাজ চিহ্নিত করা কঠিন কাজ নয়। তাই কোস্ট গার্ডকে চাঁদাবাজি রুখলেই হবে না, চাঁদাবাজকে চিহ্নিত করার কাজটুকুও করতে হবে। তারপর তাদের ধরতে হবে। চাঁদপুরে নদীপথে চাঁদাবাজরা সক্রিয় থাকলে এবং এদেরকে দমানো না গেলে চাঁদপুরের সুনাম ও এখানকার নৌ-নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে। এতে কোস্ট গার্ড ও নৌপুলিশের ভূমিকা যে প্রশ্নবিদ্ধ হবে না, সেটা হলফ করে কে বলতে পারে?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়