মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ১৬:২৯

নানার বাড়ি বেড়াতে এসেই শেষ হলো শিশু মামুনের জীবন

প্রবীর চক্রবর্তী
নানার বাড়ি বেড়াতে এসেই শেষ হলো শিশু মামুনের জীবন

নানার বাড়ি বেড়াতে এসে রাস্তায় বের হয়েই ট্রাক্টরের চাপায় শেষ হলো শিশু মামুনের (৫) জীবন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটনাটি শুক্রবার (২৭ আগস্ট) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের আমিরা বাজার এলাকায় ঘটে। মামুন পাশ^বর্তী রামগঞ্জ উপজেলার ৬নং ইছাপুরা ইউনিয়নের শিবপুর গ্রামের মালেশিয়া প্রবাসী টিটু পাটওয়ারী একমাত্র ছেলে। ঘাতক ট্রাক্টরটিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের সোপর্দ করেছে, তবে ট্রাক্টর চালক পালিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, শুক্রবার (২৭আগস্ট) সকালে আমিরা বাজার সংলগ্ন হাজীবাড়ীতে তার মা মুন্নী বেগমের সাথে নানা বাড়িতে আসে মামুন। রাস্তায় আসার সাথে সাথে নিষিদ্ধ ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুনের নানি তাহমিনা বেগম জানান, মামুন তার মায়ের সাথে অনেক দিন পর আমাদের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে গেলো।

ফরিদগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন দুর্ঘটনা কথা স্বীকার করে বলেন, গাড়ীটি জব্দ করা হয়েছে , তবে চালক পলাতক রয়েছে। শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়