রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৫০

প্রতিটি ভোটকেন্দ্রে ক্যামেরায় লাইভ পর্যবেক্ষণ করা হবে

-----লক্ষ্মীপুরের পুলিশ সুপার

তাবারক হোসেন আজাদ, রায়পুর (লক্ষ্মীপুর)
প্রতিটি ভোটকেন্দ্রে ক্যামেরায় লাইভ পর্যবেক্ষণ করা হবে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি)। তিনি বলেন, “নির্বাচনের দিন থানা থেকেই সরাসরি লাইভ মনিটরিং করা যাবে। কোনো অনিয়মের সুযোগ থাকবে না।”

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।

পুলিশ সুপার বলেন, “আমরা চাই একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণসুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

তিনি জানান, লক্ষ্মীপুর জেলায় মোট ৪৯৬টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতি কেন্দ্রে দুজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হলে প্রায় এক হাজার পুলিশ সদস্যর প্রয়োজন হয়। অথচ বর্তমানে জেলায় কর্মরত পুলিশ সদস্য রয়েছেন ১ হাজার ৫০ জন। ফলে অতিরিক্ত আরও প্রায় ৫০০ জন পুলিশ সদস্যের প্রয়োজন হবে।

তিনি আরও জানান, এরই মধ্যে জেলার ২১৫টি অতিগুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে, যেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটের দিন এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র‍্যাব দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক শারমিন রিনভী এবং পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম। তাঁরা নির্বাচনকালীন সাংবাদিকতার নীতিমালা, দায়িত্বশীল সংবাদ পরিবেশনমাঠ পর্যায়ের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

বিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়