মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:২০

মহান বিজয় দিবস আজ

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
মহান বিজয় দিবস আজ

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন১৯৭১ সালের এইদিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ-এর মাধ্যমে অর্জিত হয় মহান স্বাধীনতা। বিজয়ের এইদিনে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাবাসী সশ্রদ্ধচিত্তে স্মরণ করছে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জীবন উৎসর্গকারী ও যুদ্ধাহত বীর সন্তানদের এবং সে সকল মা-বোনকে, যাঁদের সম্ভ্রম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে চাঁদপুর শহরের রেলওয়ে লেকে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকার' পাদদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকালে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন (পতাকা বিধি অনুযায়ী)। তোপধ্বনির পরপরই 'অঙ্গীকার' বেদিতে শহীদদের স্মরণে জেলা প্রশাসকসহ অন্যরা পুষ্পস্তবক অর্পণ করবেন।

সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরৎ প্রদর্শন।

সকাল ১১ টায় চাঁদপুর ক্লাবে হবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান

১৬ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত চাঁদপুর শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত চাঁদপুর শহরের পুরাতন লঞ্চঘাটে বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমূহ জনসাধারণের দর্শনের জন্যে উন্মুক্ত রাখা হবে।

সুবিধাজনক সময়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল কলেজ ও মাদ্রাসা) ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল, কাবাডি খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

আরো থাকছে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত-প্রার্থনা

হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু পরিবার, সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ খাবার সরবরাহ, শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপ এবং বিভিন্ন স্থাপনাসমূহে জাতীয় পতাকাসহ বিভিন্ন রঙ্গিন নিশান দ্বারা সজ্জিতকরণ।

চাঁদপুরের সকল বিনোদনমূলক স্থান শিশুদের জন্যে সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা রাখা, মিলনায়তনে/ সিনেমা হলে বিনা টিকিটে ছাত্র-ছাত্রীদের জন্যে জেলা তথ্য অফিসার চাঁদপুর কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং জেলার সর্বত্র মিলনায়তনে, উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন

জেলা প্রশাসন চাঁদপুর কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানমালায় সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয়ের এ দিনে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জীবন উৎসর্গকারী ও যুদ্ধাহত বীর সন্তান এবং সে সকল মা-বোনকে, যাদের সম্ভ্রম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা।

জেলা বিএনপির কর্মসূচি

৫৪তম বিজয় দিবসে চাঁদপুর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে : সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শহরের অঙ্গীকার বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে দলীয় কার্যালয় থেকে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৯ টায় দলীয় কার্যলয়ে আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করবেন শেখ ফরিদ আহমেদ মানিক, সভাপতি, জেলা বিএনপি।

এ সকল কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্যে বিশেষভাবে আহ্ববান জানিয়েছেন দলটির চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়