প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:০৪
ফরিদগঞ্জে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির পরিদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, ভোটের পরিবেশ পর্যবেক্ষণ এবং নির্বাচনসংক্রান্ত বাস্তব পরিস্থিতি যাচাইয়ের লক্ষ্যে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন।
এ কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ বিচারক সবুজ হোসেন পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। বিচারিক কমিটির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের একটি দায়িত্বপ্রাপ্ত টিম সাথে ছিলো। বিচারিক কমিটি ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং জনাকীর্ণ বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা এবং নির্বাচনী পরিবেশ, প্রচারণার অবস্থা, আচরণবিধি প্রতিপালনের চিত্র এবং ভোটারদের স্বাভাবিক চলাচল ও মতপ্রকাশের সুযোগ রয়েছে কি না--এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় বিচারিক কমিটি সাধারণ ভোটার, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ভোটাররা নির্বাচনকে ঘিরে তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও উদ্বেগের কথা তুলে ধরেন। বিশেষ করে অবাধ ভোটাধিকার প্রয়োগ, প্রভাবমুক্ত পরিবেশ এবং নির্বাচনী আচরণবিধির কঠোর বাস্তবায়নের বিষয়ে অনুরোধ করেন।
বিচারিক কমিটির পক্ষ থেকে উপস্থিত জনগণকে নির্বাচনী আইন ও আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন বা অভিযোগ থাকলে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তা সংশ্লিষ্ট কমিটির কাছে উপস্থাপনের আহ্বান জানানো হয়।








