শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২২:৪৯

লেখাপড়া আর খেলাধুলাকে একসাথে চালাতে হবে

...........যুগ্মসচিব হাবিবুর রহমান

প্রবীর চক্রবর্তী।।
লেখাপড়া আর খেলাধুলাকে একসাথে চালাতে হবে

চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণী সভায় কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সরকারের যুগ্ম সচিব হাবিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, চান্দ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবকাঠামোগত অনেক উন্নয়ন হলেও দুঃখজনক হলেও সত্য, লেখাপড়ার মান্নোয়ন হয়নি। এদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অনেক গুণীজন রয়েছেন, যাঁরা এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী। যা এই প্রতিষ্ঠানের গর্বের বিষয়। কিন্তু গত এক দশকেও এই প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য কোনো শিক্ষার্থী খুঁজে পাওয়া যায়নি, যে প্রতিষ্ঠানটির সম্মান ধরে রাখতে পেরেছে। আমি আশা করবো, শিক্ষার্থীরা আরো বেশি লেখাপড়ায় মনোযোগী হবে। শিক্ষক ও অভিভাবকরা তাদের দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করে তুলবেন। এছাড়া লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মেধাবিকাশে ক্রীড়া উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আমাদের শিক্ষার্থীদের মেধার মূল্যায়নের জন্যে অবশ্যই লেখাপড়া ও খেলাধুলাকে একসাথে চালাতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি সেটু কুমার বড়ুয়া তাঁর বক্তব্যে বলেন, শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার বিকল্প নেই। এছাড়া মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে ক্রীড়া একটি বড়ো মাধ্যম । আমি আশা করবো, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ লেখাপড়ার মাধ্যমে যেমন এগিয়ে যাবে, তেমনি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায়ও অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ শাহ মো. মকবুল আহমদ, কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সোহেল, চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক ফিরোজ হোসেন, চান্দ্রা আ. হাকিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ নুর প্রিন্স, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী প্রমুখ।

ছবির ক্যাপশন

চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মেধা বৃত্তি প্রদান করছেন প্রধান অতিথি যুগ্ম সচিব হাবিবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়