বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯

শনিবার নির্বাচনী জনসভা

কচুয়ায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

আলমগীর তালুকদার।।
কচুয়ায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন
কচুয়ায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীকে নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) কচুয়ায় জনসভার আয়োজন করা হয়েছে। সে উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কচুয়া প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল জানান, আমাদের প্রার্থী মুহাদ্দিছ আবু নছর আশরাফী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণ কচুয়া উপহার দিবো। আগামী শনিবার কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে ১১ দলীয় জোটের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হবে । জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপিগণসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এমদাদ উল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাড. আবু তাহের মেসবাহ, নায়েবে আমীর মাস্টার মো. সিরাজুল ইসলাম, পৌর আমীর অধ্যক্ষ শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলীসহ উপজেলা নেতৃবৃন্দ। এ সময় কচুয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়