প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৫:২৮
ফরিদগঞ্জে মোটরসাইকেলে দুর্বৃত্তদের আগুন
অল্পের জন্যে রক্ষা বসতঘর

ফরিদগঞ্জ উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে অল্পের জন্যে রক্ষা পেয়েছে পাশের দুটি বসতঘর। স্থানীয়দের মতে, সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা ছিলো।
রোববার (২৫ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের উত্তর কড়ইতলী দর্জি বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে মো. শাহাদাৎ দর্জির ব্যবহৃত একটি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয় ফরিদ হোসেন দর্জি জানান, উত্তর কড়ইতলী দর্জি বাড়ির বাসিন্দা মো. ছলেমান দর্জির বড়ো ছেলে মো. শাহাদাৎ দর্জির মোটরসাইকেলে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে মোটর ও পানির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাশের দুটি বসতঘর বড়ো ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।ভুক্তভোগী শাহাদাৎ দর্জি বলেন, বাড়ির নির্মাণ কাজ চলমান থাকায় পরিবারের সবাই ছোট দুটি ঘরে ঘুমাচ্ছিলেন এবং মাঝখানে মোটরসাইকেলটি রাখা ছিলো। দুর্বৃত্তরা ঘরের পেছনের দিক থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। মহান আল্লাহর রহমতে পরিবারসহ সবাই প্রাণে রক্ষা পান। তবে তার ব্যবহৃত হিরো হাঙ্ক ১৫০ সিসি মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নম্বর : ঢাকা মেট্রো-ল-২০-৪৮৮৫) সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শাহাদাৎ দর্জি।







