শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৮:২৮

রায়পুরে ৬শ' পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
রায়পুরে ৬শ' পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লক্ষীপুরের রায়পুরে ৬শ' পিচ ইয়াবাসহ জাফর আহম্মেদ তুহিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক তুহিন উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের মৃত কবির আহমেদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তুহিন, মাইকেল ও মিরাজসহ সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাইকারি মাদক কারবারে জড়িত। অভিযান চালিয়ে তুহিনকে আটক করা গেলেও বাকি দুজন পালিয়ে যায়। এ সময় তুহিনকে তল্লাশি করে ৬০০ পিচ ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয় (ইয়াবার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা)।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক কুখ্যাত মাদক মাইকেলসহ দুই ব্যবসায়ীকে আটকের চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়