শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৮

ফরিদগঞ্জে কচুর লতি তুলতে গিয়ে আর বাড়ি ফিরেনি কিশোর ॥ মরদেহ উদ্ধার

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে কচুর লতি তুলতে গিয়ে আর বাড়ি ফিরেনি কিশোর ॥ মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে মেহেদী হাসান সাইমুন (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টার সময় পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মেহেদী হাসান সাইমুন ওই গ্রামের মিজি বাড়ির কৃষক রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী।

মৃতের স্বজন এমরান বেপারী বলেন, বিকেলে সে (মেহেদী হাসান সাইমুন) কচুর লতি কুড়াতে বাড়ির থেকে বের হয়েছে। সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে দেখা যায় তার মরদেহ বাড়ির পাশের একটি কচু ক্ষেতে পড়ে আছে। পরে সাইমুনের বাবা-মা ও স্বজনেরা মরদেহ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যায়।

তিনি আরও বলেন, গত ১ মাস পূর্বে মেহেদী হাসান সাইমুনকে পাগলা কুকুরে কামড়িয়েছে। তখন অর্থভাবে তাকে ঠিকমত চিকিৎসা প্রদান করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, এ বিষয়য়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়