বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৩

পুরাণবাজারের মীম বনফুলকে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ।।
পুরাণবাজারের মীম বনফুলকে ৪০ হাজার টাকা জরিমানা
চাঁদপুরে যৌথ বাহিনীর সহায়তায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের নির্দেশে মঙ্গলবার বাজার তদারকি ও অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম।

চাঁদপুর শহরের পুরাণবাজার লোহার পুলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদোত্তীর্ণ রসমালাই এবং ঘিয়ে রঙ মেশানোর অপরাধে মীম বনফুল সুইটস অ্যান্ড পেস্ট্রি শপের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের উল্লেখিত দোকানসহ পুরাণবাজার এলাকায় চাঁদপুরের জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের নির্দেশে এবং যৌথ বাহিনীর সহায়তায় বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় ও যৌথ বাহিনী কর্তৃক শহরের পুরাণবাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় নানা অপরাধে মীম বনফুল সুইটস অ্যান্ড পেস্ট্রি শপ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক বাদশা মিয়া ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বানে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. রাজু মিয়া এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়