প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২
ফৌজদারী ও দেওয়ানী কার্যবিধির সাম্প্রতিক সংশোধনী বিষয়ে সেমিনার
সাক্ষীদের সিকিউরিটির ব্যবস্থা করা হবে
—— সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম সামচ্ছুন্নাহার

ক্যাপশান: জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে ফৌজদারী ও দেওয়ানী কার্যবিধির সাম্প্রতিক সংশোধনী বিষয়ে সেমিনারে বক্তব্য রাখছেন সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম সামচ্ছুন্নাহার। ছবি- ইয়াসিন ইকরাম।
চাঁদপুরে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এবং দেওয়ানী কার্যবিধি ১৯০৮-এর সাম্প্রতিক সংশোধনী বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট ২০২৫) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম সামচ্ছুন্নাহার।
|আরো খবর
- ষড়যন্ত্র করে লাভ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক
- ইংরেজি ভাষা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষক যুগান্তকারী শিক্ষার্থী গবেষণা সেমিনারের আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার
তিনি বলেন, সাক্ষীদেরকে সিকিউরিটির ব্যবস্থা করা হবে এবং সুরক্ষাও দেয়া হবে। আইনজীবীরা যদি মনে করেন যে, সাক্ষীদের আনতে সমস্যা হয়, তাহলে সে ক্ষেত্রে বিচার বিভাগ থেকে সহযোগিতা করা যাবে। নতুন সংশোধনী অনুযায়ী আসামি অনুপস্থিত থাকলেও জেরা করতে পারবে তার পক্ষের আইনজীবীরা।
চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) সৈয়দ তফাজ্জল হোসেন হীরু, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান, সিনিয়র আইনজীবী অ্যাড. হেদায়েত উল্লাহ, অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন প্রমুখ।
সিনিয়র সহকারী জজ আব্দুল আলীমের উপস্থাপনায় ফৌজদারী কার্যবিধি ১৮৯৮-এর প্রবন্ধ উপস্থাপন করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিক এবং দেওয়ানী কার্যবিধি ১৯০৮-এর সাম্প্রতিক সংশোধনী বিষয়ে উপস্থাপন করেন যুগ্ম ও জেলা দায়রা জজ ফারহানা লোকমান। উপস্থিত ছিলেন চাঁদপুর বিচার বিভাগের বিচারক ও আইনজীবীরা।
ডিসিকে/এমজেডএইচ