প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৮:৫৮
মৌলভীবাজারের বড়লেখায় বিদেশি মদ ও গাঁজাসহ আটক ১

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদ ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
|আরো খবর
শনিবার (৩০ আগস্ট ২০২৫) রাতে জেলার বড়লেখা থানার এসআই মো. আব্দুর রাকিবের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার বর্নি ইউনিয়নের মুদৎপুর গ্রামের মুজিবুর রহমান (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় মুজিবুর রহমানকে তল্লাশি করে ১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।