প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৫:৩৯
হাইমচরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাইমচরে বাংলাদেশ সেনাবাহিনী ও হাইমচর থানা পুলিশের যৌথ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
|আরো খবর
রোববার (৩১ আগস্ট ২০২৫) দক্ষিণ আলগী গ্রামস্থ ইব্রাহিম ভূঁইয়া বাড়ি জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে মো. জসিম উদ্দিন ভূঁইয়া ওরফে কানা জসিম (৪০) (পিতা-আনোয়ার হোসেন, মাতা-সেলিনা বেগম, সাং-দক্ষিণ আলগী ভূঁইয়া বাড়ি, ৪নং ওয়ার্ড, ৩নং দক্ষিণ আলগী দূর্গাপুর ইউনিয়ন, থানা-হাইমচর, জেলা- চাঁদপুর)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাইমচর থানায় এফআইআর নং-১৮, তারিখ-৩১ আগস্ট ২০২৫; জি.আর. নং-১৫২, তারিখ-৩১ আগস্ট ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
চাঁদপুর জেলা পুলিশের মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।