প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ২২:১২
ফরিদগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বাড়ি ঘরে হামলার অভিযোগ

মাদকের করাল গ্রাসে ছেয়ে যাওয়া ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কথা বলায় একটি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট ২০২৫) দুপুরে ওই ইউনিয়নের মান্দারতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত হনুফা বেগম নামে এক নারী এক ইউপি সদস্যকে প্রধান অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে।
|আরো খবর
আরিফ শেখ জানান, এ ইউনিয়নে মাদকে সয়লাব হয়ে গেছে। কিছুদিন পূর্বে আমরা আমিরা বাজারে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছি। আমি নিজেও মাদকের বিরুদ্ধে সোচ্চার। রোববার (২৪ আগস্ট ২০২৫) সকালে স্থানীয় এক অটোবাইক চালককে (পূর্বে থেকে সে মাদক ব্যবসার সাথে জড়িত) সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করি। কিন্তু সে আমার কথার জবাব না দিয়ে গাড়ী নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধরে তার মুঠোফোন চেক করে মাদক বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে তার গাড়ির মালিককে সতর্ক করি। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে আমার শ্বশুরের ঘরে তারা দল বেঁধে হামলা ও ভাংচুর করে এবং আমাদেরকেও মারধর করে।
স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক জানান, পাশের ওয়ার্ডের একজন ইউপি সদস্য আমার ওয়ার্ডে এসে এ ঘটনা করেছে। এটি শুনে অবাক হয়েছি। কোনো ঘটনা হলে আমাকে জানাতে পারতো, আমিসহ সমাধান করতাম। তবে প্রকৃত ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণের দাবি জানাচ্ছি।
এদিকে অভিযুক্ত ইউপি সদস্য মো. মোহন পাটওয়ারী মানিক বলেন, তারা কেনো আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আমি কিছুই জানি না। তাদের বাড়িতে হামলার ঘটনার সময় আমি ফরিদগঞ্জ উপজেলায় ছিলাম না। যদি আমার বিরুদ্ধে অভিযোগ সত্যি হয়, আইন আমাকে যে সাজা দিবে আমি মেনে নেবো। এ ব্যাপারে হনুফা বেগম বাদী হয়ে ইউপি সদস্য মো. মোহন পাটওয়ারী মানিককে বিবাদী করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।