প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৫:৫০
শাহরাস্তিতে ১৬ শ' ইয়াবাসহ দু নারী মাদক ব্যবসায়ী আটক

১ হাজার ৬ শ' পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। সোমবার (১১ আগস্ট ২০২৫) ভোররাতে উপজেলার উয়ারুক বাজারে পুলিশের চেকপোস্টে সন্দেহজনকভাবে তল্লাশি করে তাদের দেহের বিভিন্ন জায়গা থেকে থেকে ১৬ শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ফাতেমা বেগম (৪০) ও মাছুদা বেগম(৫৫)-এর বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় জড়িত রয়েছে। ইয়াবাগুলো চাঁদপুর দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে সত্যতা স্বীকার করেছে।
|আরো খবর
শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, রাতের আঁধারে লোকচক্ষুর অন্তরালে তারা মাদক ব্যবসা করে আসছে। আটক ২জনকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।