প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০১:৫৬
শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
|আরো খবর
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
জয়ুব উন্নয়ন অফিসার অসীম করের সভাপতিত্বে আলোচনা সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা এমসিডা সভাপতি মিজানুর রহমান আলম, ম্যাক বাংলাদেশ-এর নির্বাহী মো. আব্দুল হামিদ সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই-২৪-এর গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান বিতরণ করা হয়।
এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় 'প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি'।
ডিসিকে/এমজেডএইচ