রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ২১:১৫

ফরিদগঞ্জে ভূমি সহায়তা কেন্দ্রের উদ্বোধনকালে ইউএনও সুলতানা রাজিয়া

সরকার ভূমিখাতের সকল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে

প্রবীর চক্রবর্তী
সরকার ভূমিখাতের সকল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে

ফরিদগঞ্জ পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নের নাগরিকদের ভূমিসেবা সহজিকরণের লক্ষ্যে ভূমি সহায়তা কেন্দ্র চালু হয়েছে। রোববার (১৭ আগস্ট ২০২৫) বিকেলে পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারে সেবাকেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া।

ভূমিসেবা সহায়তাকারী বিপ্লব দেবনাথের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, পৌর ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান ও গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকার ভূমিখাতের সকল সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। সে লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে উপজেলা পর্যায়ে এক বা একাধিক ভূমি সহায়তা কেন্দ্র চালু করেছে। ফরিদগঞ্জ উপজেলায় দুটি সেবা কেন্দ্র চালু হয়েছে। আশা করছি জনগণ অনলাইনভিত্তিক নির্দিষ্ট সেবাগুলো এই কেন্দ্রগুলো থেকে নিতে পারবে। সরকারি ভূমি অফিসে জনবল সংকট থাকায় জনসাধারণকে ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া বিভিন্ন স্থানে অনলাইন আবেদনগুলো করতে গিয়ে নানা রকম বিড়ম্বনা ও অর্থনাশ হচ্ছে। এই ভূমিসেবা কেন্দ্র থেকে সরকার নির্ধারিত ফি দিয়েই তারা অনলাইন আবেদনগুলো সম্পন্ন করতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়