প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৭:৫৬
টিসিভি পরিচিতি বিষয়ে জেলা পর্যায়ে প্রচার কর্মশালায় জেলা প্রশাসক
টাইফয়েডের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে হবে

সিভিল সার্জন চাঁদপুরের আয়োজনে টিসিভি পরিচিতি বিষয়ে জেলা পর্যায়ের প্রচার কর্মশালা সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডা. জুবায়েরের সঞ্চালনায় এ কর্মশালা সম্পন্ন হয়।
|আরো খবর
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমাদের আগামীর প্রজন্মকে বাঁচাতে টাইফয়েডের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে হবে। বিশেষ করে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এই টিকার আওতায় আনতে হবে। টাইফয়েড যাতে মহামারী আকার ধারণ করতে না পারে, সেজন্যে শীঘ্রই প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলে শিক্ষার্থীদেরকে টাইফয়েড টিকার নিবন্ধনের আওতায় এনে টিকাদান সম্পন্ন করতে হবে। আমাদের দেশের কোনো শিশুই যাতে টাইফয়েড টিকা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে অভিভাবক ও সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।
এ সময় চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দীন বলেন, অনেকেই করোনা টিকার বিষয়ে সমাজে ভুল তথ্য ছড়িয়ে বেড়াচ্ছেন। করোনা টিকার কারণে স্ক্যাবিস সহ নানা চর্মরোগ রোগ ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে সুশিক্ষা ও সচেতনতার অভাবই এই কুসংস্কারের জন্যে দায়ী। টাইফয়েড একটি পানিবাহিত রোগ। আমাদের উচিত পানি পানের বিষয়ে আরো সচেতন হওয়া। টাইফয়েড থেকে বাঁচার জন্যে আমাদের সকলের বিশুদ্ধ পানি পান করতে হবে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক একেএম আমিনুল ইসলাম বলেন, আমরা আশা করছি আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ কর্মদিবসের মধ্যে এই টিকাদান কর্মসূচি সম্পন্ন করতে পারবো। এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া, মো. নুরুল ইসলাম সহ অন্যরা।
কর্মশালায় শিক্ষক প্রতিনিধি, অভিভাবকসহ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।