শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭

নিস্তব্ধ বাংলা

জি. এম. শাহআলম
নিস্তব্ধ বাংলা

জি. এম. শাহআলম নিস্তব্ধ বাংলা

এসো ফিরে হাদি তুমি আমাদের মাঝে সাজাও তোমার দেশ তোমারই সাজে।

ফিরে এসো হাদি অপেক্ষায় পুরো জাতি।

তুমি হিমালয়ের জল তুমি বাঙালির মেরুদণ্ড।

তুমি জাতিকে করেছো সরব তুমি হতে পারো না নীরব।

এই জাতির তুমি আজ হয়েছো প্রাণ তুমি ছাড়া পারবে না কল্পনা।

তুমি যদি হেরে যাও হেরে যাবে দেশ ফিরে এসো তুমি তোমার প্রাণের আবেশ।

কোটি তরুণ আজ হয়েছে হাদি বুকে জ্বেলে দাবানল তোমার সাথী।

এসো ফিরে হাদি তুমি আমাদের মাঝে সাজাও তোমার দেশ তোমারই সাজে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়