প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:১৩
দুঃখ মৃত্যু

এম. আর. হারুন দুঃখ মৃত্যু
বিশাল পৃথিবীর ধু-ধু আকাশটা দেহের ভিতর লুকিয়ে
যদি বলি তুমি আমার হৃৎপিণ্ডের স্থায়ী ঠিকানা,
তাও কি তোমার হবে,
তুমি বলবে, মানুষ ঠকানোর কৌশল ভালোই জানো,
এক সমুদ্র ভরসা নিয়ে তোমার মাঝে লুকালে
তুমি হয়তো তীরে ভেড়ার আগেই তরী ডুবিয়ে দিবে
কারণ তুমি তখন মানুষ নও,
হে অমানুষ বললে ভুল হবে না,
তুমি হৃদয়হীনার দুঃখ দেখতে অভ্যেস্ত
এমনকি কথার আঘাতে তাকে কষ্ট দিতেও পারো,
কতদিন আমি মৃত্যুর সাথে যুদ্ধ করেছি
তাও তোমাকে জানাতে হবে, না হয় কৈফিয়ত,
বলো তো তুমি কে, আর তোমাকেই কেনো
আমার একাল-সেকালের দুঃখ-কষ্টের কথা বলবো,
তুমি তো চেয়েছো পৃথিবীর বুকে সুখ
আর আমি তোমাকেই অগাধ বিশ্বাস করে
হাজার মাইল পথ হেঁটে ভ্রান্ত হয়েছি,
এখন তোমার চারপাশে সুখ আর সুখ
ভালো কাটুক তোমার আগামীর দিনগুলো
সুখে থাকুক দেহ মন শরীর,
আমার লাশ বা নাই-বা দেখলে,
আমি তারা হবো না মৃত্যুর পর
কারণ আমার মৃত্যুর নাম দুঃখ মৃত্যু।