প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:১১
মেঘের ভেলা
অনলাইন ডেস্ক

আব্দুস সাত্তার সুমন মেঘের ভেলা
তুমি আছো দূরে কোথাও
হাত দুটো দাও আমায়!
মেঘের ভেলায় যাব ভেসে
দুয়ার খুলে ডাকি তোমায়।নিঝুম রাতে খুঁজি আমি,
নীল আকাশের পানে তুমি
কাশ ফুলের রংধনীতে
স্বর্ণে মোড়ানো শুভ্রভূমি।তুমি এলে বৃষ্টি ঝরে
চাঁদ তাঁরা হাসে মনে,
তুমি এলে রং ঢেলে দেয়
সবুজ ছড়ায় ওই বনে।ছুটে চলে তোমার কাছাকাছি
অনুভবে নিশ্চুপে আছি,
নীলাচলে নীলিমাতে সাধনা
নিষ্প্রাণ তুমি এলেই ভাবনা।ভালো যদি বাসো আমাকে
বাঁধা কভু মানে না...
কালবৈশাখী ঝড় আসুক
তুমি ছুটে আসো না।