প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:১১
সময়ের নদী
অনলাইন ডেস্ক

মেহরিমা জাহান রিয়া (মেহু) সময়ের নদী
সময় যেন এক নদী, যা বয়ে চলে নিরবধি, কখনো থামে না, কখনো ফিরে যায় না পিছনে।
আমরা তারই জোয়ার-ভাটা, কেউ ভাসি আনন্দে,
কেউ ডুবে যাই বেদনায়।
তবু নদীটা থামে না।শূন্যতায় হারিয়ে যাওয়া ক্ষণগুলো,
ভোরের আলোয় নতুন করে জন্ম নেয়।
আনন্দে, দুঃখে, আশা আর স্বপ্নে,
সময় বয়ে চলে, থামে না কখনো।তাই যতক্ষণ আছি, বাঁচি প্রাণভরে,
ভালোবাসি নিরব ভঙ্গিতে,
কারণ সময়ের নদী আবার ফিরে আসে না।