শনিবার, ২৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৫১

পোষা নদী

অনলাইন ডেস্ক
পোষা নদী

সঞ্জয় দেওয়ান পোষা নদী

বুকের ভেতর অজানা এক নদ বাড়ির পাশে পালিত নদী।

সে শৈশব, কৈশোর ও যৌবনের উদ্দাম সঙ্গী

দুরন্ত প্রজাপতির মতো ছুটেছি তার শীতল জলে

বিকেলের প্রবল বৃষ্টিতে স্নানরত

নদীটির সৌন্দর্যে বিমোহিত হয়েছি,

হয়েছি তৃষ্ণায় কাতর।

সে শৈশব গিলে খেয়েছে,

কৈশোর নিশ্চিহ্ন করেছে।

কোনো অনুযোগ নেই

কেবল নীরবে ভালোবেসেছি।

আশৈশব মনে সুপ্ত বাসনা,

ভালোবেসে তাকে পোষ মানাবো

পোষা নদী নারী হয়ে জন্মায় নতুন কোন দ্বীপে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়