শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১০:৫৩

টুনটুনি ও ইনা

আশরাফুজ্জামান কাজী রাসেল
টুনটুনি ও ইনা

ইনাদের ঘরের পিছনে হিজল গাছে বাসা বেঁধেছে এক টুনটুনি, একদিন ইনা জালানা খুলতেই তার চোখে পড়লো টুনটুনির বাসা এতো সুন্দর পাখির বাসা ইনা এর আগে কখনো দেখেনি, কিছুক্ষণ পর ইনা দেখলো টুনটুনি উড়ে এসে তার বাসায় বসছে, টুনটুনিকে দেখে ইনা ভাবলো ও যদি আমার বন্ধু হতো সারাক্ষণ ওর সাথে গল্প করতাম গান শুনতাম আরো অনেক মজা করতাম। হঠাৎ ইনার মা ডেকে উঠলো ইনা ইনা খাবার খেতে এসো, ইনা বললো না মা আমি পড়ে খাবো, এখুনি খেতে হবে বলতে বলতে মা ইনার কাছে আসলো,মা ইনা তুমি জালানা দিয়ে কি দেখছো ইনা মা দেখো কতো সুন্দর পাখি আমার দিকে তাকিয়ে আছে মা এটা টুনটুনি পাখি ইনা মা ওর সাথে তো আর কেউ নেই ও একা একা ভয় পাবে না, মা পাখিরা বনেই সুন্দর তুমি খেতে এসো ইনা, খাবার শেষ করেই এনা চলে আসলো জানালার কাছে, তাকিয়ে দেখে টুনটুনিও তার দিকে তাকিয়ে আছে, রাতে ইনা শুধু টুনটুনির কথা ভাবছে মাকে বললো মা টুনটুনি অন্ধকারে একা একা ভয় পাবে না, মা বললো না ইনা পাখিরা অন্ধকারে ভয় পায়না টুনটুনি এখন ঘুমিয়ে পড়েছে তুমিও ঘুমিয়ে পরো ইনা, ইনা শুয়ে শুয়ে শুধু টুনটুনির কথা ভাবছে, পরদিন অনেক ঝড় বৃষ্টি শুরু হলো স্কুল থেকে ইনার মা ইনাকে নিয়ে আসলো ইনার বয়স নয় সে তৃতীয় শ্রেণীতে পড়ে, বাসায় এসে ইনার মনে পড়লো টুনটুনির কথা সে তারাতাড়ি জানালা খুলে দেখতে পেলো টুনটুনি ভেজা শরীর নিয়ে শুধু কাঁপছে ঝড় বৃষ্টিতে তার বাসা ভেঙে গেছে অনেক আঘাত পেয়েছে চিৎকার দিয়ে কেঁদে উঠলো ইনা মা মা এখানে এসো, মা কি হলো ইনা, ইনা দেখো মা টুনটুনির কি অবস্থা হয়েছে জানালা দিয়ে ইনার মা টুনটুনিকে ঘরের ভিতরে আনলো ভেজা শরীর মুছে গরম কাপড় দিয়ে মুড়িয়ে নিলো ইনা টুনটুনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো তোমার কিছু হবে না টুনটুনি আমি তোমার পাশে আছি সুস্থ হয়ে উঠলো টুনটুনি ইনার মুখে চুমু খেলো ইনার মা টুনটুনিকে খেতে দিলো, ইনা বললো এখন থেকে তুমি আমাদের বাসায় থাকবে টুনটুনি, আদর যত্ন পেয়ে টুনটুনি ইনা এবং ইনার মায়ের ভালোবাসার কথা ভুলতে পারলো না, ঝড় বৃষ্টি শেষ হলে টুনটুনি তার নিজের বাসায় ফিরে গেলো, ইনার প্রতি তার ভালোবাসা বেড়ে গেলো, একদিন ইনা গোছল করতে পুকুর ঘাটে গেলো হঠাৎ ইনা পা পিছলে পুকুরের পানিতে তলিয়ে যেতে লাগলো ইনা ঠিক মতো সাঁতার জানতো না পুকুর পাড়ে গাছের ডালে বসা ছিলো টুনটুনি, টুনটুনি ইনার এ অবস্থা দেখে তারাতাড়ি ইনার মায়ের কাছে গেলো ইনার মায়ের শাড়ির আঁচল ঠোঁটে করে পুকুর ঘাটে নিয়ে আসলো ইনার মা দেখলো ইনা পানির নিচে তলিয়ে যাচ্ছে ঝাপিয়ে পড়ে ইনার মা ইনাকে পুকুর পাড়ে নিয়ে আসলো এই যাত্রায় ইনা বেঁচে গেলো, তার উপকারী বন্ধু টুনটুনির জন্য। টুনটুনি মহা খুশি সে তার উপকারী বন্ধু ইনার উপকার করতে পেরে। শিক্ষা, আমি কারো উপকারে এগিয়ে গেলে আমার উপকারেও আর একজন এগিয়ে আসবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়