প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০০:৫০
অতিবৃষ্টিতে পানির নিচে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ফসলি জমি, বিপাকে চাষীরা

কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। প্রকল্পের সবজি ক্ষেত, ধানের বীজতলা এবং রোপণ করা ধান ডুবে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প প্রায় এলাকায় দেখা যায়, বৃষ্টির পানিতে ফসলের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে ফসলের ব্যাপক ক্ষতি ঘটছে। অনেক কৃষক এখনও নতুন করে ফসল করতে পারেননি। হানিরপাড় গ্রামের কৃষক লাল মিয়া বলেন, টানা বৃষ্টিতে ধানের চারা নষ্ট হয়ে গেছে। নতুন করে রোপণ করলেও ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে। প্রতিবছরই বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে আমরা ফসল করতে পারি না। সবজি চাষী হালিম জানান, দুই কানি উঁচু জমিতে সবজি চাষ করছি। বৃষ্টির পানি জমে সবজি নষ্ট হয়ে যাচ্ছে। মূলধন হারিয়ে পথে বসতে হবে। উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী জানান, বৃষ্টির পানিতে উঁচু-নিচু জমিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন জায়গাগুলো বন্ধ হয়ে থাকায় জমির পানি সরতে পারছে না। ফলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।