প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩:০০
উৎসব মুখরতায় চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সুবর্ণজয়ন্তী উদযাপন

|আরো খবর
দিনের শুরুতে চাঁদপুর রোটারী ভবনে রেজিস্ট্রেশন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে প্রায় ৪০টি রিকশা, অটোবাইক ও মোটরসাইকেলে করে রোটার্যাক্টররা সরকারি শিশু পরিবারে উপস্থিত হয়ে দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুদের মাঝে আনন্দ-উৎসব ভাগ করে নেন।
৫০ বছরপূর্তি উদযাপন কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন সুমনের সঞ্চালনায় ও সদস্য সচিব কাজী আজিজুল হাকিম নাহিনের সহযোগিতায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন রো. জহির উদ্দিন এবং গীতা পাঠ করেন ব্যাভিন্টন দাস কিরণ। জাতীয় সঙ্গীত পরিবেশন, শিশুদের উদ্বোধনী নৃত্য ও অতিথিদের মঞ্চে উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

ছবি :বিদায়ী সভাপতি রো. কাজী আজিজুল হাকিম নাহিন নবাগত সভাপতি আফজাল কাজীকে এবং বিদায়ী সচিব ওবায়েদুর রহমান নবাগত সচিব রাকিব খানকে কলার হস্তান্তর করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের চার্টার ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ। এছাড়া উপস্থিত অতিথি ছিলেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা সদস্য এএসএম মাহবুব মদিনা, পিডিআরআর ও রোটারীর এসিস্টেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলে রাব্বী মোপাসা, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি মোস্তফা ফুল মিয়া, সাবেক সভাপতি রোটা. তমাল কুমার ঘোষ, আরএফএসএম ও সাবেক সভাপতি কাজী শাহাদাত, পিএইচএফ, এক্স রোটার্যাক্ট সমাজসেবা ফোরামের সাহাদাতুর রহমান খানসহ অন্যান্য অতিথি ও রোটারিয়ানরা। প্রতিষ্ঠাতা সদস্যরা বলেন, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তরুণদের চরিত্র গঠনে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব অসাধারণ ভূমিকা রেখেছেন। আজকে তারা যে উদযাপনটি করেছে এবং আমাদের এক্স-রোটার্যাক্টদের মিলন মেলা ঘটিয়েছে সত্যিই আমরা খুবই কৃতজ্ঞ আজকের এই দিনটির জন্যে। চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সুবর্ণজয়ন্তী একটি ইতিহাস।

ছবি :চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অতিথিদের সাথে বর্তমান ও এক্স-রোটার্যাক্টররা।
অতিথিরা বলেন, রোটার্যাক্ট আমাদের সহযোগী শক্তি। চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব রোটারীর মর্যাদা বৃদ্ধি করেছে সেবা, শৃঙ্খলা ও নেতৃত্বের মাধ্যমে। তাদের এই সেবা বছরের পর বছর চলতে থাকুক।

ছবি:চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সকল রোটার্যাক্টর
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সভাপতি কাজী আজিজুল হাকিম নাহিন। ভাইস প্রেসিডেন্ট হালিমা তুস সাদিয়া রোটার্যাক্ট প্রত্যয় পাঠ করেন। ক্লাবের বিদায়ী সচিব ওবায়েদুর রহমান বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে বিদায়ী সভাপতি নবাগত সভাপতি রো. আফজাল কাজী ও নবাগত সচিব রাকিব খানকে কলার হস্তান্তর করেন বিদায়ী সচিব ওবায়দুর রহমান। নতুন সভাপতি তার বোর্ড সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং নবাগত সচিবসহ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের এবং বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিশুদের মাঝে ১৩০টি স্কুল ব্যাগ বিতরণ করেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা।

সরকারি শিশু পরিবারের এতিম এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মাঝে ১৩০টি স্কুল ব্যাগ বিতরণ করেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা।
এরপর চারটি পর্বে স্মৃতিচারণমূলক আলোচনার আয়োজন করা হয়। প্রথম সেশন সঞ্চালনা করেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি সাবেক সভাপতি নাজিমুল ইসলাম এমিল। বক্তব্য রাখেন বিভিন্ন ক্লাবের সাবেক রোটার্যাক্টররা। বক্তব্য রাখেন ঢাকা রমনা রোটার্যাক্ট ক্লাবের মাসুদ পারভেজ, চাঁদপুর সেন্ট্রাল রোটার্যাক্ট ক্লাবের বজলুর রশিদ সোহেল, কাউসার আহমেদ, মেহেদি মাসুদ, মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের ইয়াসিন ইকরাম, অঞ্জন দাস, চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের আব্দুল আউয়াল রুবেল, লালমাই কুমিল্লা রোটার্যাক্ট ক্লাবের আব্দুল্লাহিল বাকী, কুমিল্লা লালমাই রোটার্যাক্ট ক্লাবের আহাদ, কুমিল্লা রোটার্যাক্ট ক্লাবের আহাম্মদ উল্লাহ আসাদী ও চট্টগ্রাম রোটার্যাক্ট ক্লাবের শফিকুল ইসলাম রিফাত।
তারা বলেন, ৫০ বছরের এই যাত্রা শুধু সময় নয়, এটি মানুষের জন্যে কাজ করার এক মহৎ উত্তরাধিকার, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব আমাদের পথ চলার অনুপ্রেরণা। এই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে রোটার্যাক্ট অঙ্গন আরো এগিয়ে যাবে।
দ্বিতীয় সেশন সঞ্চালনা করেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি ফখরুদ্দিন আহমেদ রিয়াজ। বক্তব্য রাখেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি এ রহমান নাসিম, নকিবুল ইসলাম চৌধুরী, আমিন আহমেদ, আনোয়ার হাবিব কাজল, নাজমা কাঞ্চন, গেলমান হোসেন চৌধুরী, হাফিজ রহমতুল্লাহ সাব্বির, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সেক্রেটারী হাবিবুর রহমানসহ প্রাক্তন রোটার্যাক্টররা। তারা বলেন, এক সময় যে পরিবারে বেড়ে উঠেছি, সেই পরিবারের সুবর্ণজয়ন্তীতে ফিরে আসা গর্বের। চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব তরুণদের জীবন বদলে দেওয়ার মতো শক্তিশালী মাধ্যম। আজকে আমরা উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে যাচ্ছি। এই সংগঠনের সুবর্ণজয়ন্তী পাওয়া সত্যিই ভাগ্যের। আজকে যদি আমাদের মাঝে চার্টার (প্রতিষ্ঠাতা) সভাপতি মুশতাক স্যার বেঁচে থাকতেন কতোই না ভালো হতো।
ছবি :চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অতিথিদের সাথে বর্তমান ও এক্স-রোটার্যাক্টররা।
তৃতীয় সেশনটি সঞ্চালনা করা চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন। বক্তব্য রাখেন পিডিআরআর সাজ্জাদ, ইআরএফ ঢাকা-এর জয়েন্ট সেক্রেটারী ফেরদৌসুল আলম, পিডিআরআর ফিরোজুল আলিম, পিডিআরআর জহির উদ্দিন বাবর।
তারা বলেন, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব রোটার্যাক্ট নেতৃত্ব তৈরির আদর্শ মঞ্চ। চাঁদপুরের ৫০ বছরের ধারাবাহিকতা আমাদের প্রত্যয় ও একতার প্রতীক। তাদের এ অর্জন সত্যিই অকল্পনীয়।
অতিথিদের বক্তব্যের সেশন সঞ্চালনা করেন চাঁদপুর রোটারী ও রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি শাহেদুল হক মোর্শেদ। বক্তব্য রাখেন চাঁদপুর রোটারী ক্লাব ও রোটার্যাক্টের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক নেতৃবৃন্দ। এ সময় সম্মাননা ক্রেস্ট ও ফটোসেশন অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান সব রোটার্যাক্টরকে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সদস্যদেরও মঞ্চে আমন্ত্রণ জানিয়ে সম্মাননা জ্ঞাপন ও ফটোসেশন করা হয়।
র্যাফেল ড্র অনুষ্ঠানে উপহার স্পন্সর করে আকিজ ইস্পাত। প্রথম পুরস্কার স্পন্সর করেন এক্স রোটার্যাক্টর সৌরভ হোসেন সোহেল ও প্রোগ্রাম চেয়ারম্যান দেলোয়ার হোসেন সুমন।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ৫০ বছর উদযাপন পরিষদের সদস্য সচিব কাজী আজিজুল হাকিম নাহিন কৃতজ্ঞতাস্বরূপ সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি রোটার্যাক্টের বন্ধুত্ব ও মানবসেবার চেতনা স্মরণ করে একটি ছড়া আবৃত্তির মাধ্যমে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।j
ডিসিকে/এমজেডএইচ








