প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২০:৫৭
ডিআইইউ আয়োজনে চীন-বাংলাদেশ গানের প্রতিযোগিতা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাসের সহযোগিতায় বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধের বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনের জন্যে ১৮ আগস্ট ২০২৫ তারিখে যৌথভাবে 'শান্তির কণ্ঠস্বর' চীন-বাংলাদেশ গানের প্রতিযোগিতার আয়োজন করে। ডিআইইউ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-এর শিক্ষার্থী, অনুষদ এবং কর্মীরা বাংলা ও চীনা ভাষায় দেশাত্মবোধক, যুদ্ধকালীন ও শান্তিভিত্তিক গান পরিবেশন করেন। এ আয়োজন সাংস্কৃতিক সম্প্রীতি এবং ভাগ করা মূল্যবোধ প্রদর্শন করে।
|আরো খবর
অসাধারণ পরিবেশনাগুলোকে পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছিল, যার মধ্যে রয়েছে স্পিরিট অফ হেরিটেজ, ক্রস-ল্যাঙ্গুয়েজ পারফরম্যান্স, সেরা ঐতিহাসিক পুননর্বীকরণ এবং আন্তর্জাতিক বন্ধুত্ব সেতুর মতো বিশেষ উল্লেখযোগ্য। অনুষ্ঠানে 'গুও জিয়া' গানটির অসাধারণ পরিবেশনার জন্যে বাংলাদেশের ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের মিসেস সান রুওগাকে প্রথম পুরস্কার প্রদান করা হয়।
ডিআইইউ-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শান্তি প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা সম্পর্কে তার অন্তর্দৃষ্টি বিনিময় করেন। চীনা দূতাবাসের বিশিষ্ট অতিথি, বাংলাদেশে কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক এবং সাংস্কৃতিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়ে উঠে।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক অফিস এবং ডিআইইউ বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারের যৌথভাবে আয়োজিত এই উদ্যোগের লক্ষ্য ছিলো প্রতিরোধের চেতনা সংরক্ষণ, আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া প্রচার এবং শান্তির স্থায়ী বার্তা উদযাপনে যুবসমাজকে সম্পৃক্ত করা।
ক্যাপশন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 'ভয়েস অফ পিস' চীন-বাংলাদেশ গানের প্রতিযোগিতায় 'গুও জিয়া' গানটির অসাধারণ পরিবেশনার জন্যে বাংলাদেশের ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের মিসেস সান রুওগার হাতে প্রথম পুরস্কার তুলে দেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।