শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩০

কচুয়ায় গ্রামীণ শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা সভা

আলমগীর তালুকদার
কচুয়ায় গ্রামীণ শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা সভা

‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকমুক্ত তারুণ্য চাই’ এ শ্লোগানে কচুয়ায় গ্রামীণ শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মাদক, বাল্যবিবাহ, মোবাইল জুয়া, ইভটিজিংসহ রাষ্ট্রীয় আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আকানিয়ায় স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে আকানিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান ও কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠানের সভাপতিত্বে ও আলোর দিশারী সমাজসেবা সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম।

মাদকবিরোধী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম মিয়াজী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাও. লোকমান শেখ, প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, কচুয়া উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলাম, জাপান প্রবাসী হাবিব উল্লাহ ফকির, প্রবাসী ফোরামের সেক্রেটারী সাত্তার পাঠান, উপজেলা যুবদলের সদস্য সোহেল রানা, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম পাঠান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রিয়াজ আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মীর সোহেল। স্থানীয় গ্রামবাসীদের মধ্যে বক্তব্য রাখেন মাও. আব্দুল খালেক, সোহেল হোসেন সবুজ, আব্দুর রহিম, সেলিম মিয়া, ফয়সাল শেখ, মাকসুদুল হাসান মিয়াজীসহ অনেকে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়