মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৫

প্রাথমিক বিদ্যালয়ের সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রবীর চক্রবর্তী
প্রাথমিক বিদ্যালয়ের সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়কটি সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ঘটনা এটি।

এলাকাবাসীর দাবি, পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়ক এটি, নেই বিকল্প কোনো পথ, বর্ষার সময়ে বিদ্যালয়ে যেতে হলে ব্যবহার করতে হয় বাঁশের সাঁকো। না হয় হাঁটু পরিমাণ পানি পেরিয়েই যেতে হয় শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি বৃৃদ্ধি পাচ্ছে। এমনকি প্রতি বছরে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। দীর্ঘ সময় ধরে শিক্ষকের কোটা খালি থাকালেও সড়কের কারণে কোনো শিক্ষক আসতে চান না এই বিদ্যালয়ে।

বাধ্য হয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব জয়শ্রী বটগাছ সংলংগ্ন খালপাড় থেকে সরকারি প্রাথমকি বিদ্যালয় পর্যন্ত সড়কটি সংস্কারের দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ ও মানববন্ধন করেন।

পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুনছুর আহাম্মদ বলেন, আমি এই বিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রায় ১৫ বছর ধরে প্রধান শিক্ষকের পদটি শূন্য, রাস্তাঘাট খারাপ হওয়ায় দূর থেকে কোনো শিক্ষক এখানে আসতে চান না। বর্ষার সময় সড়কের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার বলেন, আমাদের বিদ্যালয়ের চারপাশে পানি, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। হাঁটু সমান পানি হয়। যে কারণে বর্ষাকালে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারে না। কোনো অভিভাবক তাদের ছেলে-মেয়েদেরকে স্কুলে দিতে চায় না। দিন দিন আমাদের ছাত্র-ছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে।

স্থানীয় আবুল বাশার সোহেল বলেন, পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সড়ক অবহেলিত। কেউই কখনো উদ্যোগ গ্রহণ করেনি সংস্কারের জন্যে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়