প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৯:৪৯
আমাদের পরবর্তী জেনারেশন যেনো ভালো চিকিৎসা ও ভালো শিক্ষা নিয়ে বড় হয় সে লক্ষ্যে আরো বেশি কাজ করতে হবে ...…ড. মোহাম্মদ আবদুল মজিদ -------- আরো পাঁচশ' থেকে এক হাজার হতদরিদ্র পরিবারকে জীবিকা প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করবো : ড. সবুর খান
ড্যাফোডিল গ্রুপের জীবিকা প্রকল্প-৩-এর সমাপনী অনুষ্ঠান ও মডেল স্কেল-আপ প্রস্তাবনা

ড্যাফোডিল গ্রুপের জীবিকা প্রকল্প-৩-এর সমাপনী অনুষ্ঠান ও মডেল স্কেল-আপ প্রস্তাবনা শুক্রবার (২২আগস্ট ২০২৫) বাবুরহাট মডেল টাউনস্থ ড্যাফোডিল কলেজ শাখার ইউনুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
|আরো খবর
ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর মো. সবুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ।
তিনি তাঁর বক্তব্য বলেন, ড্যাফোডিল গ্রুপের জীবিকা প্রকল্প সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। সুদমুক্ত ঋণ দিয়ে জীবিকা নির্বাহের জন্যে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সবুর খান যে কাজ করে যাচ্ছেন তা সত্যি বাংলাদেশের জন্যে বিরল। তিনি বলেন, আমাদের পরবর্তী জেনারেশন যেনো ভালো চিকিৎসা ও ভালো শিক্ষা নিয়ে বড় হতে পারে সে লক্ষ্যে আরও বেশি কাজ করতে হবে । তিনি আরো বলেন, সরকারকে বলছি, বিশ্ব ব্যাংক থেকে ঋণ না নিয়ে নিজস্ব উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য খাতে কাজ করার জন্যে। তাহলে ঋণগ্রস্ত হওয়া থেকে মুক্ত থাকবে বাংলাদেশ।ডক্টর সবুর খান তাঁর বক্তব্যে বলেন, ধৈর্য ধরে পাঁচ বছর পর আপনাদের টাকা আপনাদের ফিরিয়ে দিতে পেরে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি এই বলে যে, একেবারে সুদমুক্ত ঋণ দিয়ে দারিদ্র্য থেকে স্বাবলম্বী করার চেষ্টা করছি। নতুন করে আরো ৫০০ জন বা ১০০০ জন হতদরিদ্র পরিবারকে জীবিকা প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করবো। তিনি বলেন, কখনোই মনে হিংসা আনা যাবে না, বরং একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, প্রথম আলোর প্রতিনিধি আলম পলাশসহ অন্য সাংবাদিকবৃন্দ।
এ সময় ড. সবুর খান অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিদের নিয়ে জীবিকা প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের তৈরি নিজস্ব সামগ্রী ঘুরে ঘুরে দেখেন এবং তিনি কিছু ক্রয়ও করেন।
জীবিকা প্রকল্প-৩-এর সমাপনী অনুষ্ঠানে উপকারভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দৃষ্টি প্রতিবন্ধী মো. সিদ্দিকুর রহমান মালসহ আরো ক'জন।
অনুষ্ঠানে জীবিকা প্রকল্প-৩-এর চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল কলেজ ও স্কুলের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।