রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৪:৪১

পুলিশ সুপারের সাথে কওমী ছাত্র-জনতা মঞ্চের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
পুলিশ সুপারের সাথে কওমী ছাত্র-জনতা  মঞ্চের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম-এর সাথে কওমী ছাত্র-জনতা মঞ্চের নেতৃবৃন্দ বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেলে সাক্ষাৎ করেছেন।

নেতৃবৃন্দ এ সময় পুলিশ সুপারকে জুলাই আন্দোলনে কওমি মাদ্রাসা ছাত্রদের অবদানের কথা তুলে ধরে মাদ্রাসা ছাত্রদের বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন । পরে নেতৃবৃন্দ জুলাই অভ্যুত্থানে কওমী শিক্ষার্থীদের অবদান শীর্ষক একটি স্মারক পুলিশ সুপারকে প্রদান করেন ।

পুলিশ সুপার রাকিব উদ্দিন ছাত্র নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কওমী মাদরাসার ছাত্র প্রতিনিধিগণও চাঁদপুর জেলা পুলিশ সুপারকে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের ডাকে পাশে থাকার ব্যাপারে প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন আশরাফ আহমদ, নাজমুল হাসান, আহমদ সজীব, তানজিল আহমদ, আবু সাইদ, মেরাজ আহমদ, মাইনুল ইসলাম, আল আমিন এবং শায়খুল হিন্দ একাডেমি ও হাকিমুল উম্মত বালিকা মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদ হাসান ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়