প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৪
লক্ষ্মীপুরে মাকে বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করলো ছাত্রলীগ সভাপতি

লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে মাকে বেঁধে তার এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল বাসার লিমন (২৪)-এর বিরুদ্ধে। এ ব্যাপারে রামগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছে ভুক্তভোগী মেয়ের বাবা।
ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) দিবাগত গভীর রাতে।
এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের সূয়াজি বাড়ির মৃত সেলিম হোসেনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল বাসার লিমন ও তার সন্ত্রাসী বাহিনী একই গ্রামের বন্দে আলী মিজি বাড়ির শাহজাহানের ঘরে চুরি করতে ঢুকে তার স্ত্রীর হাত, পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে স্বামী পরিত্যক্তা তার প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়ের আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
উল্লেখ্য যে, আওয়ামী সরকারের আমল থেকেই
লিমন ঐ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। সে চুরি, ডাকাতি, ধর্ষণ, মাদক বিক্রি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সে ইছাপুর ইউনিয়নের একজন চিহ্নিত সন্ত্রাসী।আওয়ামী লীগ সরকার প্রধান দেশ থেকে পালিয়ে গেলেও সে এখনো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম রেখেছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার মেয়ের বাবা মোহাম্মদ শাজাহান বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ভিকটিমের মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। আসামি পলাতক রয়েছে।
মামলার আইও এসআই আলমগীর জানান, আমরা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি, লিমন একজন সন্ত্রাসী; মাদক কারবার সহ সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আমরা আসামি ধরার জন্যে জোর তৎপরতা চালাচ্ছি।








