বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০০:১৩

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার
মৌলভীবজিার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি গাছের মগডালে উঠে যায় বিশাল আকৃতির অজগর।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকালে শ্রীমঙ্গল শহরতলীর সিন্দুরখাঁন রোডের জোড়পুল এলাকায় একটি গাছের ডালে অজগরকে ঝুলতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। সাপটিকে একদল লোক গাছ থেকে নামিয়ে মেরে ফেলার চেষ্টা করেন। ওই গাছের সাথেই ছিল পল্লীবিদ্যুতের লাইন। বিদ্যুতের তার দেখে কেউ সাহস পায়নি সাপটিকে গাছ থেকে নামিয়ে আনতে। পরে কিছু সচেতন মানুষ বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে ঘটনা অবহিত করেন। সাপটিকে উদ্ধার করার জন্যে বিদ্যুৎ অফিস থেকে জানানো হয় শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষকে।

পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দীপ ও রিদম গৌড় ঘটনাস্থলে গিয়ে গাছের উপর থেকে সাপটিকে নিরাপদে নামিয়ে আনেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সাপটি এর আগেও এলাকার অনেক মানুষের বাড়িতে হাঁস–মুরগি ও ছাগল খেয়ে ফেলেছিল। সাপটি যদি সেই সময়ে মাটিতে বা অন্য কোনো খোলা জায়গায় থাকত, তবে উৎসুক জনতা একত্রিত হয়ে মেরে ফেলতে পারত।

উদ্ধারের পর অজগর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়