প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২০:৪৬
রূপসা উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মাদক বিরোধী সভায় বক্তারা
যদি আলোর পথে না আসো তোমাদেরকে পাবলিকলি বয়কট করবো

ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মাদকবিরোধী সভায় এলাকাবাসীকে মাদকের ভয়াবহতা নিয়ে সচেতন করলেন সমাজকর্মীরা।
|আরো খবর
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিকেলে স্থানীয় বদিউজ্জামানপুর মহিলা দাখিল মাদ্রাসা মাঠে যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মাদক বিরোধী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম। ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিশিষ্ট মানবাধিকার কর্মী মো. বিল্লাল হোসেন ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাহিত্য একাডেমি চাঁদপুর’র কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম ফরহাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রূপসা অঞ্চলটি একসময় সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্থাপনায় ও ঐতিহ্যে একটি সমৃদ্ধ জনপদ ছিলো। এ ভূমির রয়েছে শত শত বছরের গৌরব। উপজেলার প্রথম গ্র্যাজুয়েট রূপসা এলাকার। জনাব নূরুজ্জামান ভূঁইয়ার সুখ্যাতি গোটা ভারতবর্ষ জুড়ে। আজ সেই সমৃদ্ধ জনপদটি অশিক্ষায়, কুশিক্ষায় ও মাদকে জৌলুস হারাচ্ছে। বলতে লজ্জা লাগছে আমাদের সেই প্রিয় জন্মস্থান কিছু অসাধু মাদক কারবারি এবং সেবনকারীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের টাকার জন্যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছে, চুরি করছে। এমনকি খুন-খারাবির সাথে জড়িয়ে যাচ্ছে। একজনের জন্যে গোটা পরিবার অশান্তিতে ভোগে। আমরা এর প্রতিকার করতে চাই। আমরা এদেরকে প্রস্তাব করছি, তোমরা সঠিক পথে আসো। তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দেবো। তোমরা চায়ের দোকান দেও, আমরা সবাই তোমার দোকানে চা খাবো। তোমরা অটো চালাও, আমরা তোমার অটো ব্যবহার করবো। যদি আলোর পথে না আসো তোমাদেরকে পাবলিকলি বয়কট করবো।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, ৪নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন বেপারী, ৮নং ওয়ার্ড মেম্বার মো. লিটন, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফ বিডিআর। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কেএম নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন বেপারী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপিত মিন্টু গাজী, সাধারণ সম্পাদক মানিক গাজী, উপজেলা ছাত্রদলের সদস্য মো. জুয়েল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবু প্রমুখ।