প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০০:১১
রায়পুরে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো ঢেউ টিন ও নগদ অর্থ

লক্ষ্মীপুরের রায়পুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৯০ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ সময় ৪৫ জনকে ৯০ বান্ডেল টিন ও নগদ ৬ হাজার টাকা করে দু লাখ ৭০ হাজার টাকা দেয়া হয়।
|আরো খবর
বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪৫ জন ব্যক্তিকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে, বামনী গ্রামের বৃদ্ধ ফাতেমা বেগম ঢেউটিন ও আর নগদ টাকা সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হন।
তিনি বলেন, ‘আমার স্বামী নাই। ছেলে রিকশা চালিয়ে কোন রকম উপার্জন করে। অভাবের সঙ্গে পরিবার নিয়ে বসবাস। এ সহায়তা কিছুটা হলেও কষ্ট লাঘব করবে।’
এ সময় উপস্থিত ছিলেন ওসি নিজাম উদ্দিন ভুইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই, রায়পুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ, বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, সম্পাদক আলমগীর হোসেন, সমাজসেবক কামরুল আল মামুন প্রমুখ।
বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিয়ে ইউএনও ইমরান খাঁন বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায় মানুষকে ৯০ বান্ডেল ঢেউটিন ও দুই লাখ ৭০ হাজার টাকা বিতরণ করেছি। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।'