রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:১৯

চাঁদপুরে জেলা প্রশাসকের সরস্বতী পূজা পরিদর্শন

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুরে জেলা প্রশাসকের সরস্বতী পূজা পরিদর্শন
সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ চাঁদপুর শহরের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।

চাঁদপুর শহরের শ্রীশ্রী সরস্বতী পূজা পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারসহ পূজা পরিষদের নেতৃবৃন্দ। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায়ও উদযাপিত হয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব এ সরস্বতী পূজা। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) রাতে পুরাণবাজার হরিসভা মন্দিরসহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তাঁর সাথে ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সদর উপজেলা সভাপতি সাংবাদিক লক্ষণ চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ, পৌর পূজা কমিটির সভাপতি নেপাল সাহাসহ আরো অনেকে।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিন সকালে অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে স্কুল কলেজ এবং পাড়া-মহল্লায় পূজা শুরু হয়। ভক্তরা সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পুরোটা বছর যেন তারা নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে জ্ঞান আহরণ করতে পারেন এবং শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ কামনা করে দেবীর কাছে। সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সরস্বতী পূজা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়