প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২২:৫৬
কবি দিলওয়ারের জন্মবার্ষিকীতে রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনসহ পাঠ্যপুস্তকে জীবনকর্ম অন্তর্ভুক্তি দাবি

বাংলা সাহিত্যের অন্যতম কবি, বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের ৮৯তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় সিলেটে পালিত হয়েছে। কবি দিলওয়ার ৮৯তম জন্মোৎসব উদযাপন উপ-কমিটি ২০২৬ জন্মবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিলো সকাল ১১টায় কবির মাজার জেয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সিলেটের ভার্থখলাস্থ কবির বাসভবনে কবি কামাল আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কবি হাজী এম আহমদ আলী। সম্মানিত অতিথি ছিলেন কবি ও গবেষক আব্দুস শহীদ সাগ্নিক।
অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বক্তব্য রাখেন ছড়াকার অজিত রায় ভজন, কবি ধ্রুব গৌতম, কবি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, কবি দিলওয়ার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি শান্ত, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, কবি দেওয়ান মতিউর রহমান, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি এম আলী হোসাইন, কবি মকসুদ আহমদ লাল, কবি রুকনে আলম চৌধুরী, কবি ইশতিয়াক সাগ্নিক, সাংবাদিক সাহেদ আহমদ শান্ত, কবি মো. সেলিম খান, কবি আব্দুর রাজ্জাক শাওন, কবি এম এ আলী জালালাবাদী, আফজাল হোসেন উজ্জল, ফাহিমা বেগম, মোঃ নজরুল ইসলাম, আতিক ইশতিয়াক, সায়রা বানু শিল্পী, শাহজাহান খান, মোহাম্মদ আলী লাহিন, সৈয়দ মোজাম্মেল উদ্দিন, লুৎফুর রহমান, জুবাইদা বেগম আখি, শফিউদ্দিন আহমেদ সাবিল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা গণমানুষের কবি দিলওয়ারের বাংলায় সাহিত্য ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে বলেন, তার জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা সময়ের দাবি। বাংলা একাডেমি এবং একুশে প্রদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের জীবনকর্ম পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির জন্যে সরকারের কাছে জোর দাবি জানানো হয়।








